"সালাম সালাম হাজার সালাম" গানের রচয়িতা

Fazl-E-Khuda (1941 – 2021)

সালাম সালাম হাজার সালাম’এর  স্রষ্টা জীবিত থাকতে কয়টি  সালাম পেয়েছেন:মিনার রশীদ

‘ সালাম সালাম হাজার সালাম’এর স্রষ্টা জীবিত থাকতে কয়টি
সালাম পেয়েছেন ?
মিনার রশীদ

‘সালাম সালাম হাজার সালাম’ গানটি আব্দুল জব্বারের কণ্ঠে শুনে
নিজের শরীরটিতে ঝাঁকুনি লাগেনি বা তনু মন প্রাণ শিহরিয়ে উঠেনি
এমন বাংলাদেশী খুব কম আছে ! এই গানটির গায়ককে সবাই চিনলেও
এই গানটির রচয়িতা জনাব ফজল- এ -খোদা সব সময় পর্দার
আড়ালেই থেকে গেছেন ! একই অবিচার কিন্তু ‘ আমার ভাইয়ের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি .. ‘ গানটির রচয়িতার বেলায় করা
হয় নাই !
আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতাকে যেভাবে পরিচয়
করিয়ে দেয়া হয়েছে এই অমর গানটির রচয়িতাকে সেভাবে তুলে ধরা
হয় নাই । বিসিএস বা অন্যান্য চাকুরির পরীক্ষায় বা স্কুল কলেজের
ছাত্রছাত্রীদেরকে প্রথম গানটির রচয়িতার নাম
যেভাবে জিজ্ঞাসা করা হয়েছে দ্বিতীয়টি সম্পর্কে তা করা হয় নাই
!
অথচ গান দুটির আবেদনে খুব বেশি হেরফের নেই ।
এই গুণী মানুষটি আজ করোনায় আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে
বিদায় নিয়েছেন !

এই গানটি ছাড়াও আরও অনেক কালজয়ী গান তিনি রচনা করে
গেছেন ! ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি বিবিসির শ্রোতা
জরিপে ১২ নম্বর স্থান দখল করেছিল ।
অনেক যদু মধুকে একুশে পদক/ স্বাধীনতা পদক দেয়া হয়েছে
যাদের কন্ট্রিবিউশন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না ।
অথচ যার গান স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মুক্তিযোদ্ধাকে প্রেরণা
জুগিয়েছে , যার গান প্রজন্মের পর প্রজন্মকে উজ্জীবিত করবে
যতটুকু জানি তাকে কোনো রাষ্ট্রীয় সম্মান দেয়া হয় নাই ।
আমি নিজেও আজ একটি সারপ্রাইজ / চমক খেয়েছি । জনাব ফজল-
এ -খোদার সন্তান যায়যায়দিন-এর সাংবাদিক সজীব ওনাসিস
আমার খুবই কাছের একজন মানুষ । যায়যায়দিনে লেখালেখি এবং
শফিভাইয়ের সাথে যোগাযোগের মাধ্যমে তার সঙ্গেও সম্পর্ক
অনেক নিবিড় হয়েছে । ফোনে আমরা প্রায়ই কথা বলি । তারপরেও
আমার জানার সুযোগ হয় নাই যে, তিনি এত গুণী ও এত বড় একজন
লোকের সন্তান ! আমাদের আলোচনার বিষয় এত ব্রড ছিল যে খুব
সহজেই তিনি তার পিতার কথা টেনে আনতে পারতেন যা সজীব ভাই
করেননি ! পুরো পরিবারটিই এমন প্রচারবিমুখ তা দেখে আমি
সত্যিই বিষ্মিত হয়েছি । সমাজের সব জায়গায় ড্রাম বিটারদের
রাজত্ব ,তাদেরই জয়গান!
এই গুণী মানুষটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।
আল্লাহ যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে বেহেশত নসীব করেন
,আমিন ।

লেখক পরিচিতি: সিঙ্গাপুর প্রবাসী কলামিস্ট এবং পেশাগতভাবে
তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *