"সালাম সালাম হাজার সালাম" গানের রচয়িতা

Fazl-E-Khuda (1941 – 2021)

ফজল-এ- খোদা’র সিনেমার জনপ্রিয় যত গান: সারওয়ার-উল-ইসলাম

ফজল-এ- খোদা’র সিনেমার জনপ্রিয় যত গান ভালোবাসার মূল্য কত…

সারওয়ার-উল-ইসলাম

– আনন্দ আলো ২৮ অক্টোবর, ২০২১

গীতিকবি ফজল-এ-খোদা চলে গেছেন গত ৪ জুলাই আমাদের ছেড়ে। তাঁর একটি গান এদেশের আপামর মানুষের কাছে খুবই পরিচিত। ছোটবড় সবাই একবাক্যে বলবেন-এই গানটা শুনেছেন। সালাম সালাম হাজার সালাম শিরোনামের সেই গানটি কালজয়ী গানের স্বীকৃতিও পেয়েছে।

কিন্তু ফজল-এ-খোদার কি ঐ একটি গানই জনপ্রিয় হয়েছে? আর কোনো গান শ্রোতার মনকে আন্দোলিত করতে পারেনি? নাকি তার অন্য কোনো গান সেভাবে মানুষের কাছে পৌঁছতে পারেনি?

তা হলে এই গানটি কেন আজো মানুষের মনে গুনগুন করে বেজে চলে-‘ ভালোবাসার মূল্য কত/ আমি কিছু জানি না/ এ জীবন তুল্য কি তার/ আমি সে তো বুঝি না/ আমি না জেনে না বুঝে নিলাম তোমার মন/ পরে বেশি দাম চেয়ো না..’

১৯৭৫ সালের ‘এপার ওপার’ চলচ্চিত্রে সঙ্গীতজ্ঞ আজাদ রহমান সুর করে নিজে গেয়েছিলেন গানটি। কি গানের বাণী! কি গানের সুর! গানটি রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। গানটি আজকের প্রজন্ম না শুনলেও পঁচাত্তর পরবর্তী প্রজন্মের কাছে অবশ্যই পরিচিত। চলচ্চিত্রে গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন কিংবদন্তি নায়ক সোহেল রানা। গানটি যেকোনো বয়সের গানপ্রিয় শ্রোতা একবার শুনলে গুনগুন করতেই থাকবে। কি পরিমান রোমান্টিক মনের মানুষ ছিলেন গীতিকার ফজল- এ-খোদা। ভালোবাসার মূল্য কত? এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন শ্রোতার কাছে।

গানের প্রথম অন্তরায় লিখেছেন—‘মনের মত মন না হলে অকারণে বাড়ে জ্বালা/ ফুলের মত ফুল না হলে যায় না গাথা প্রেমের মালা/মনের মত মন হবে কি/ফুলের মত ফুল হবে কি/ আমি না জেনে না বুঝে নিলাম তোমার মন/ পরে বেশি দাম চেয়ো না… তাঁর এরকম আরো অনেক জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে –প্রদীপের মত রাত জেগে জেগে নিজেরে বিলিয়ে দিলাম,কলসি কাঁখে ঘাটে যায় কোন রূপসী,বাসন্তী রঙ শাড়ি পরে কোন বধুয়া চলে যায়, আমি বন্ধু প্রেমে হইলাম পাগল, ঢাকা শহর দেখতে এসে ঘুরছি গোলাকধাধায়, খোকনমনি রাগ করে না, এবং দেশের গান- যে দেশে শাপলা শালুক ঝিলের জলে ভাসে।

ফজল-এ- খোদার আরেকটি জনপ্রিয় গান হচ্ছে-১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘মনের মানুষ’ সিনেমাতে ঠোঁট মিলিয়েছিলেন নায়ক আলমগীর। নায়িকা ছিলেন শাবানা। গানের কথাটা মানুষের মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল সে সময়। সেই সময়ের শ্রোতা যারা এখনো বেঁচে আছেন, গানটা শুনলে তাদের মনকে স্মৃতিকাতর করবেই।

গানটা হচ্ছে- প্রেমের এক নাম জীবন/ জীবন মানে আনন্দ ভালোবাসা/প্রেমের আরেক নাম মরণ/মরণ মানেই বেঁচে থাকার আশা/ মানুষের গান আমি শুনিয়ে যাবো/ কেউ আমার কথা ভাবো কি না ভাবো… মনের মানুষ সিনেমার এই গানটি গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী বশির আহমেদ।

মানুষের গান আমি শুনিয়ে যাবো-গানটি খুব মনোযোগ দিয়ে শুনলে মনে হবে এর প্রতিটি কথা আমাদের চারপাশের কোনো না কোনো মানুষেরই জীবনালেখ্য। বুকের ভেতর কেমন করে ওঠে গানটা শুনলে। জীবনযুদ্ধে পরাজিত কোনো মানুষের কথা যেন লিখেছেন ফজল এ খোদা। ঠিক এই গানের কথার মতোই ব্যক্তিজীবনে ফজল-এ খোদা কোনো প্রাপ্তির প্রতি কাঙাল ছিলেন না। গান কবিতা লিখেছেন প্রাণের তাগিদে। মানুষকে গান শোনানোর জন্য লিখে গেছেন যেন মানুষের গান আমি শুনিয়ে যাবো আর ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি লিখেছিলেন বঙ্গবন্ধুর ভালোবাসায়। কোনো রাষ্ট্রীয় পদকের লোভে নয়।

স্যালুট, গীতিকবি ফজল-এ- খোদা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *