"সালাম সালাম হাজার সালাম" গানের রচয়িতা

Fazl-E-Khuda (1941 – 2021)

ভালোবাসা, শুভ কামনা: ওয়াসিফ-এ-খোদা

Wasif Khuda

গত ৪ঠা জুলাই আমার বাবা ফজল-এ-খোদা চলে যাওয়ার পর মিডিয়াগুলো তাঁর মহাপ্রয়াণের খবর অত্যন্ত গুরুত্বসহকারে প্রচার করে। স্বজন চেনা-অচেনা শুভার্থীদের পোস্টে ভরে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম । অনেকের পোস্ট আমাদের নজরে আসেনি, কিন্তু পরিচিতজনদের সূত্রে জেনেছি। আমার বাবা যে সাধারণ মানুষের কাছে যেতে পেরেছেন, তা আমরা তাঁর পরিবারের সদস্যরা নতুন করে অনুভব করি। আমার বাবার জন্য তাঁদের ভালোবাসা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।

প্রথমেই উল্লেখ করতে চাই আহমাদ মাযহার যে পোস্ট দিয়েছেন, সেটা শেয়ার হয়েছে সত্তরোর্ধ্ব। শেয়ারের হিসেব রেখে বলা যাক পোস্টদাতাদের নাম–লুৎফর রহমান রিটন, ইমতিয়ার শামীম, নাসরীন মুস্তাফা, অরাত্রিকা রোজী, আসলাম আহসান, আহমেদ বাবলু, সনজু কামরুল আক্তার, আনওয়ারুল কবীর বুলু, আবদুল কুদ্দুস, আশরাফুল আলম, ফরিদুর রহমান, ফজলুল হক, মুস্তাফা মাসুদ, করুণা প্রসাদ দে, মমতাজ বেগম, ড. মাসুদুল হক,  আনওয়ারুল কাদির, রংগু শাহাবুদ্দীন, মোজাম্মেল হক নিয়োগী, ঢালী মোহাম্মদ দেলোয়ার, মিলু কাশেম, খালেদ হোসাইন, সৈয়দ  আল ফারুক, শরীফ আস সাবের, মোস্তফা হোসাইন, পিয়াস মজিদ, স.ম. শামসুল আলম, শামস চৌধুরী রুশো, আহমেদ জসিম, মামুন সারওয়ার, ব্রত রায়, খন্দকার মাহবুবুল হক, রমজান মাহমুদ, মো. সেলিমুজ্জামান, মমতাজ উদ্দীন, রেজাউল করিম, মাসুদ খান, শামসুদ্দোহা পাটোয়ারী দোহা, ইউসুফ বদরী, সুরাইয়া সারোয়ার, আফসানা উদ্দীন তুলি, এফ রহমান ভুটান, বদরুল বোরহান, মোহাম্মদ মহসীন খান, শৈবাল আদিত্য, পৃথ্বীশ চক্রবর্ত্তী, ওয়াহিদ ওয়াসেক, মেসবা খান, উৎপল কান্তি ধর। এছাড়াও না-জানার কারণে যাঁদের নাম উল্লেখ করতে পারলাম না, তাঁদের সবার জন্য আমাদের ভালোবাসা।

ঐদিনই অর্থাৎ ৪ঠা জুলাই দৈনিক প্রথম আলো অনলাইনে দুপুর তিনটেয় আসে মনজুরুল আহসান বুলবুল-এর লেখা ‘ফজল-এ-খোদার প্রতি হাজার সালাম ‘। রাত আটটার পর বাংলা বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম-এ প্রকাশ করা হয় সাইমুম সাদ-এর প্রতিবেদন ‘অমলিন এক গান রেখে গীতিকবির প্রস্থান’। ভারতের হিন্দুস্থান টাইমসের বাংলা সংস্করণের খবর–’করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গীতিকার ফজল-এ-খোদা’। রাত নটায় বাংলাদেশ বেতার আধ ঘণ্টাব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ফজল-এ-খোদা স্মরণে; ঐ অনুষ্ঠানে আমার বাবাকে নিয়ে কথা বলেছেন দুই শব্দসৈনিক আশরাফুল আলম এবং অনু ইসলাম। অনুষ্ঠানটি পরের দিনও বিভিন্ন সময়ে বেতারে কয়েকবার প্রচার হয়েছে বলে জানিয়েছেন বেতারের পরিচালক কামাল আহমেদ। 

৫ই জুলাই জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি প্রায় সমস্ত কাগজেই দেখেছি আমার বাবার খবর কিংবা বাবাকে নিয়ে প্রতিবেদন। কালের কন্ঠে গাজী মাজহারুল আনোয়ার এবং ইত্তেফাকে সৈয়দ আবদুল হাদী স্মৃতিচারণ করেছেন ফজল-এ-খোদাকে নিয়ে। কয়েকটি কাগজের শিরোনাম উল্লেখ করা যাক। দৈনিক ইত্তেফাকের শেষের পাতায় প্রকাশিত খবরের শিরোনাম ‘চলে গেলেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের স্রষ্টা ফজল-এ-খোদা’। দৈনিক কালের কন্ঠে ‘কালজয়ী গীতিকার ফজল-এ-খোদার বিদায়’। দৈনিক সমকালে ‘চলে গেলেন বরেণ্য গীতিকার ফজল-এ-খোদা’। দৈনিক ভোরের কাগজে ‘ বিদায় ‘সালাম সালাম হাজার সালাম’ গানের স্রষ্টা’। দৈনিক আমাদের সময়-এ ‘হাজার সালাম’ নিয়ে চলে গেলেন ফজল-এ-খোদা। ডেইলি অবজারভারের প্রথম পাতার নিউজ ‘Salam Salam Hajar Salam’ lyricist dead   

PM mourns

ডেইলি স্টারের শেষ পাতার নিউজ

Fazal-e-Khuda 

(1941-2021)

‘Salam Salam Hajar Salam’

নিউ এজ-এ প্রথম পাতায় ছবি ও খবরের ক্যাপশন ‘Fazl-e-Khuda dies’ ছেপে নিউজ দেওয়া হয়েছে ৬-এর পাতায়। এ খবরের মধ্যেই ছাপা হয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান ও শেখ সাদী খানের স্মৃতিচারণ। 

৬ই জুলাই রাত নটায় কবিতা বাংলা আয়োজিত কবিতার পাঠশালা স্মরণ করে ফজল-এ-খোদাকে। সভাপতিত্ব করেন মুহম্মদ নূরুল হুদা। এই স্মরণসভায় যোগ দেন ঝর্না রহমান, তপন বাগচী, শ্যামসুন্দর সিকদার প্রমুখ। 

৯ই জুলাই সকাল সাড়ে দশটায় ময়মনসিংহ সাহিত্য সংসদের উদ্যোগে বীক্ষণ-এর ১৯৪৮তম আসরে ফজল-এ-খোদা স্মরণসভায়  অংশ নেন মনজুরুল আহসান বুলবুল, আতাউল করিম সফিক, ইয়াজদানী কোরাইশী এবং সজল কোরাইশী। ফজল-এ-খোদার পরিবারের পক্ষ থেকে যুক্ত হই আমি ওয়াসিফ-এ-খোদা। 

ফোনে কিংবা এসএমএস  বা ইনবক্সে সমবেদনা জানিয়েছেন মফিদুল হক, আশরাফুল আলম, অনু ইসলাম, শাজাহান কিবরিয়া, মোহাম্মদ ফিরোজ মিয়া, হাশেম খান, আমিরুল ইসলাম, সেলিনা আজাদ, রথীন্দ্রনাথ রায়, মোহাম্মদ খুরশীদ আলম, হোমায়রা বশির, রোজানা আজাদ হাসান, মিনার মনসুর, ইমতিয়ার শামীম, আহমাদ মাযহার, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, ফারুক হোসেন, রাজু আলাউদ্দিন, খোন্দকার মোহাম্মদ খালেদ, মাহমুদউল্লাহ, আখতার হুসেন, আনিসুল হক, শাহাবুদ্দীন নাগরী, আনজীর লিটন, আম্বিয়া বুলবুল, ফাহরিয়া ফেরদৌস, মাকিদ হায়দার, সাজজাদ আরেফিন, রেজাউদ্দিন স্টালিন, সফিকুন নবী, সজল দাশ, মাহবুবা হক কুমকুম, আনিস রহমান, হেনা সুলতানা, মইনুল হাসান, কুতুব আজাদ, শুচি সৈয়দ, শাকিলা খান চয়ন, ফ্লোরা খান, আবদুল হাই সিদ্দিক, চৌধুরী ফেরদৌস, সাজ্জাদ হোসেন, দেলোয়ার বিন রশিদ, নসরত শাহ, হাসনাত আমজাদ, শরীফ খান, সারওয়ার-উল-ইসলাম, মাহফুজ রহমান, মিহির মুসাকী, সৈয়দ সায়েম, সজল আশফাক, মিহির কান্তি রাউত, মোহাম্মদ কামরুজ্জামান, রুবেল হাবিব, ফেরদৌস চৌধুরী, পথিক ইদ্রিস, নূরজাহান বকশী, সুরাইয়া সারোয়ার, নোমানুল হক, লিয়াকত হোসেন খোকন, মনিরুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ওবায়দুল্লাহ লিটন, মাসুম সাজ্জাদ রাজ, নাফিস খান, কাজী শওকত শাহী, সব্যসাচী চঞ্চল, মহসীন হাবিব, তাপস কুমার দত্ত, ফাইজুল ইসলাম, নাজমুল আলম প্রমুখ। 

সবাই আমাদের ভালোবাসা গ্রহণ করুন। সবার প্রতি শুভ কামনা। 

পরিশেষে, আমার বাবা রাষ্ট্রীয় কোনো সম্মান না পেলেও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে আন্তরিক শোকবার্তা আমাদের পরিবারের শোকসন্তপ্ত আবহে সান্ত্বনা হয়ে এসেছে! মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *