"সালাম সালাম হাজার সালাম" গানের রচয়িতা

Fazl-E-Khuda (1941 – 2021)

ফজল-এ-খোদার মতো অনবদ্য গীতিকবি এদেশে বিরল :সৈয়দ আব্দুল হাদী

ফজল-এ-খোদার মতো অনবদ্য গীতিকবি এদেশে বিরল - সৈয়দ আব্দুল হাদী

ফজল-এ-খোদার মতো অনবদ্য গীতিকবি এদেশে বিরল :সৈয়দ আব্দুল হাদী

দৈনিক ইত্তেফাক : ০৫ জুলাই ২০২১

‘একজন সৃজনশীল মানুষ বলতে যা বুঝি তার মধ্যে তার সবই ছিল। কালজয়ী বেশকিছু গান রচনা করেছেন তিনি। ফজল-এ-খোদার মতো অনবদ্য গীতিকবি এদেশে বিরল।’—ফজল-এ-খোদার সৃষ্টি সম্পর্কে এভাবেই স্মৃতিচারণ করলেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গুণী এই গীতিকবির সঙ্গে গান গাওয়া এবং তার সৃষ্টি প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী আরো বলেন, ‘আমি ফজল-এ-খোদার রচনায় বেশকিছু গান গেয়েছি। তার গানের কথায় প্রেমের বিষয়টা অন্য গীতিকবিদের মতোই ছিল। কিন্তু দেশের গানের পাশাপাশি দেশের সংগ্রাম, প্রতিবাদ, মুক্তি খুব গভীরভাবে পাওয়া যেত। এখানেই গানের বাণী রচনায় অন্যদের তুলনায় তাকে আলাদা করা যেত। এছাড়া গান লেখার পাশাপাশি ছোটদের জন্য দারুণ ছড়া, কবিতা লেখায়ও অনন্য স্বাক্ষর রেখেছেন তিনি।’

কালজয়ী অনেক গানের গীতিকার ফজল-এ-খোদা। বাংলা গানের ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি। তার রচিত ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি মানুষকে সবসময় উদ্দীপ্ত করে। শুধু দেশের গান রচনা করেননি তিনি, লিখেছেন প্রেমের গানও। মাসুদ পারভেজ পরিচালিত ‘এপার ওপার’ সিনেমায় ‘ভালোবাসার মূল্য কত’ শিরোনামের শ্রোতাপ্রিয় গানটি ফজল-এ-খোদার লেখা। গানটির সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন আজাদ রহমান। ‘ভাবনা আমার আহত পাখির মতো’ গানটি ফজল-এ-খোদা লেখেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে হত্যার শিকার হলে। গানটি বশীর আহমদের সুরে গেয়েছিলেন মোহাম্মদ আবদুল জব্বার। ১৯৭৬ সালে বেতারে প্রচারিত এই গানটিও শ্রোতাপ্রিয়তা পায়। তার রচিত ‘সালাম সালাম হাজার সালাম’ গানটির সুরকার ও কণ্ঠশিল্পী মোহাম্মদ আবদুল জব্বার। দেশাত্মবোধক এ গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ১২তম স্থানে রয়েছে। ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ শিরোনামের এই দেশের গানটির সুরকার ও সংগীত পরিচালক আবেদ হোসেন খান। গানটি প্রথম গেয়েছেন জিনাত রেহানা।

গীতিকবি ফজল-এ-খোদার গীতিকবিতায় আজাদ রহমান, আবদুল আহাদ, ধীর আলী, সুবল দাস, কমল দাশ গুপ্ত, আবেদ হোসেন খান, সত্য সাহার মতো বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক গান করেছেন। সেই গান কণ্ঠে তুলেছেন বশীর আহমেদ, আবদুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী, রথীন্দ্রনাথ রায়, সৈয়দ আব্দুল হাদীসহ অনেকেই। গীতিকবি ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনায় জন্মগ্রহণ করেন। গুণী মানুষটি গতকাল ভোর ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ফজল-এ-খোদার কালজয়ী কিছু গান—

‘সালাম সালাম হাজার সালাম’

‘ভালোবাসার মূল্য কত’

‘ভাবনা আমার আহত পাখির মতো’

‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’

 ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’

 ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’

‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’

 ‘প্রেমের এক নাম জীবন’

‘ডাক পিয়নে সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায়’ ইত্যাদি।

উল্লিখিত লেখার লিঙ্ক:

https://www.ittefaq.com.bd/amp/257114/%E0%A6%AB%E0%A6%9C%E0%A6%B2-%E0%A6%8F-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%88%E0%A7%9F%E0%A6%A6

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *