"সালাম সালাম হাজার সালাম" গানের রচয়িতা

Fazl-E-Khuda (1941 – 2021)

চলে গেলেন  সালাম সালাম হাজার সালাম  গানের স্রষ্টা ফজল-এ-খোদা

চলে গেলেন সালাম সালাম হাজার সালাম গানের স্রষ্টা ফজল-এ-খোদা

চলে গেলেন  সালাম সালাম হাজার সালাম  গানের স্রষ্টা ফজল-এ-খোদা

আসিফুর রহমান সাগর

দৈনিক ইত্তেফাক : ০৫ জুলাই ২০২১

https://www.ittefaq.com.bd/257222

‘সালাম সালাম হাজার সালাম’ সহ অসংখ্য অবিনশ্বর গানের স্রষ্টা মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা চলে গেলেন। তিনি গতকাল রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। এককালে শিশু-কিশোরদের কাছে ‘মিতা ভাই’ হিসেবে পরিচিত এই গুণী ব্যক্তিত্ব করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও দীর্ঘদিন ধরেই ডিমেনশিয়ায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ফজল-এ-খোদার স্ত্রী মাহমুদা সুলতানাও করোনা আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

ফজল-এ-খোদার বড় ছেলে দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক ওয়াসিফ-এ-খোদা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় রায়েরবাজার বধ্যভূমি কবরস্থান মসজিদে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়েছে। ফজল-এ-খোদার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে যুদ্ধ করা ফজল-এ-খোদা ছিলেন একজন কবি, ছড়াকার ও গীতিকার। ২০০৬ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম গানটি’ ১২তম স্থান অধিকার করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয় তখন তিনি বেতারে কাজ করেন। সেই সময় বঙ্গবন্ধু বেতার কেন্দ্র প্রতিষ্ঠার অভিযোগ তুলে তত্কালীন সরকার তাকে গ্রেফতার করে। পরে তিনি মুক্ত হন। সরকারি কর্মচারী হয়েও ফজল-এ-খোদা বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে রূপকধর্মী গান লিখে রেডিওতে প্রচার করেন। বশীর আহমেদের সুর আর মোহাম্মদ আবদুল জব্বারের গাওয়া ফজল-এ-খোদার সেই গানটি ছিল ‘ভাবনা আমার আহত পাখির মতো/ পথের ধুলোয় লুটোবে/ সাত রঙে রাঙা স্বপ্ন-বিহঙ্গ/ সহসা পাখনা লুটোবে/ এমন তো কথা ছিল না’। ১৯৭১-এ অসহযোগ আন্দোলনের সময় তার লেখা গণসংগীত ‘সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম, চলবে দিন রাত অবিরাম’ মানুষকে উদ্বেলিত করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে।

১৯৬০-এর দশক থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত  প্রায় ৫০ বছর ফজল-এ-খোদা অসংখ্য দেশাত্মবোধক, আধুনিক, লোকসংগীত, ইসলামি গান রচনা করেছেন। ফজল-এ-খোদার কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে—‘মানুষের গান আমি শুনিয়ে যাব’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘পথের ধুলোয় লুটোবে’, ‘ডাক পিয়নে সারাটা দিন চিঠি বিলি করে বেড়ায়’ প্রভৃতি উল্লেখযোগ্য।

ফজল-এ-খোদার অধিকাংশ গান গেয়েছেন বশীর আহমেদ, আবদুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী, রথীন্দ্রনাথ রায়ের মতো শিল্পীরা। তার গান গেয়ে তারা জনপ্রিয় হয়ে উঠেছেন। আজাদ রহমান, আবদুল আহাদ, ধীর আলী মিয়া, সুবল দাস, কমল দাশ গুপ্ত, আবেদ হোসেন খান, অজিত রায়, দেবু ভট্টাচার্য, সত্য সাহার মতো সংগীতজ্ঞ ফজল-এ-খোদার গানগুলোতে সুর করেছেন।

ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মুহাম্মদ খোদা বক্স এবং মা মোসাম্মাত্ জয়নবুন্নেছার প্রথম সন্তান তিনি। ঢাকা বেতারের সাবেক পরিচালক ফজল-এ-খোদা বেতারে গীতিকার হিসাবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। পরের বছর টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। তার ছড়াগ্রন্থ ১০টি আর কবিতাগ্রন্থ পাঁচটি। এ ছাড়া গান, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য, স্মৃতিকথা ইত্যাদি নিয়ে তার বইয়ের সংখ্যা ৩৩টি। সত্তরের দশকে শিশু-কিশোরদের মাসিক পত্রিকা ‘শাপলা শালুক’ ফজল-এ-খোদার সম্পাদনায় প্রকাশিত হতো।

জাতীয় পার্টি-জেপির শোক

ফজল-এ-খোদার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ফজল-এ-খোদা ছিলেন একজন কবি ও গীতিকার। তার লেখা গান ‘সালাম সালাম হাজার সালাম’ বিবিসির জরিপে ১২তম স্থান অধিকার করে। জেপির নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *