"সালাম সালাম হাজার সালাম" গানের রচয়িতা

Fazl-E-Khuda (1941 – 2021)

গীতিকবি ফজল-এ-খোদার মৃত্যুতে তথ্যমন্ত্রী শোক

গীতিকবি ফজল-এ-খোদার মৃত্যুতে তথ্যমন্ত্রী শোক
মুক্তআলো২৪.কম, ৪ জুলাই ২০২১

বরেণ্য গীতিকবি, ‘সালাম সালাম হাজার সালাম’ গানটির রচয়িতা ফজল-এ-খোদার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ফজল-এ-খোদার মৃত্যুতে মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান তার শোকবার্তায় বলেন, গীতিকার ফজল-এ-খোদা অর্ধশতাব্দী ধরে তার সৃষ্ট অজস্র কালজয়ী গানের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে চিরঞ্জীব হয়ে রয়েছেন।

তিনি রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *